প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয় কোডঃ ১১৬০১২

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, স্থান-মুড়লী, ইউনিয়ন-রামনগর, উপজেলা-যশোর সদর, জেলা-যশোর। 1974 সালে কোন এক শুভাক্ষনে কয়েকজন স্থানীয় অভিভাবক অবহেলিত মুড়লী এলাকায় শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পরামর্শ পূর্বক হাজী মোঃ মহসীন এর মুতায়াল্লী জনাব নঈমুর রহমান, জেলা প্রশাসকের পিএস জনাব মোঃ আব্দুর রশিদ সহ প্রায় 35 জন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয় প্রতিষ্ঠার এক অভাবনীয় উদ্যোগ গ্রহন করেন।

সেই মর্মে তৎকালীন জেলা প্রশাসক এম আকতার আলী স্যারের সাথে আলোচনা করে মড়লী ইমাম বাড়ায় বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। উদ্যোগী ব্যক্তিবর্গসহ স্থানীয় সকল সাধারন জনগন এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং 4 জন শিক্ষার্থী নিয়ে ইমাম বাড়ায় বিদ্যালয়ের কার্য শুরু করেন। জেলা প্রশাসক মহোদয় আর্থিক সহযোগিতা মহসীন তহবিল থেকে দেয়ার প্রতিশ্রুতি দেন। 1974 সালের 24 জানুয়ারী এলাকার উদ্যোগী ব্যক্তিসহ স্থানীয় জনগণের সহায়তায় জেলা প্রশাসক এম আকতার আলী স্যার দানবীর হাজী মোঃ মহসীন এর নামে বিদ্যালয়ের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।

মুড়লী, রামনগর ও কাজীপুরের স্থানীয় অভিভাবকদের উদ্যোগে ও সকলের সেচ্ছা শ্রমের মাধ্যমে বিদ্যালয়টি তার মাত্রা শুরু করে ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত। সর্বসম্মত সিদ্ধান্তে প্রথম সভাপতি হিসেবে জনাব এম আকতার আলী স্যারকে নির্বাচিত করা হয়। জনাব আকতার আলী জেলা প্রশাসক মহোদয় প্রথম সভাপতি নির্বাচিত হন। অতপর আরো কয়েকজনকে নিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠন করা হয়। জনাব এম ছবেদ আলী সাহেবকে প্রথম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দান দেওয়া হয়। কয়েকজন উদ্যোগী উদীয়মান শিক্ষকদেরকে নিয়োগ দেয়া হয়।

ছাত্র সংখ্যা বৃদ্ধি ও স্থান সংকুলান না হওয়ায় জেলা প্রশাসক জনাব মহিউদ্দীন খান আলমগীর জেলা প্রশাসক যশোর এর উদ্যোগে জমি ক্রয় ও জমি অধিগ্রহন করা হয়। প্রায় 5.12 একর জমি, অতএব যশোর খুলনা মহাসড়কের উত্তরে ক্রয়কৃত ও অধিগ্রহন করা জমিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাণ পায়। বিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক ভবনটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক জনাব মহিউদ্দীন খান আলমগীর জেলা প্রশাসক যশোর, 1974 সালের আগষ্ট মাসে। জেলা প্রশাসক জনাব এম আকতার আলী স্যারের সময় থেকে অর্থাৎ 15-01-1974 থেকে শুরু করে 22-08-2009 পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা প্রশাসক মহোদয় ও অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়গন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব ভার গ্রহন করে বিদ্যালয়টি পরিচালনা করেন।

জনাব এম আকতার আলী জেলা প্রশাসক যশোর মহোদয়ের সময়ই এক বারে 1975 সালে প্রথম স্বীকৃতি লাভ করেন ষষ্ঠ থেকে দশম শ্রেনি পর্যন্ত। পরবর্তীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, কৃষি শিক্ষা, কম্পিউটার শিক্ষা স্বীকৃতি লাভ করেন। বর্তমানে বিদ্যালয়টি ষষ্ঠ থেকে দশম শ্রেনি পর্যন্ত 10টি শাখায় বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের পাঁচ বারের নির্বাচিত সভাপতি শেখ সালাউদ্দীন টিপুর প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামো অর্থনৈতিক উন্নয়ন ও একাডেমিক উন্নয়ন যুগোপযোগী ধারায় গতিশীল আছে।

আমাদের কথা
যশোর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয় যশোর জেলায় অন্তর্গত 11 নং রামনগর ইউনিয়নের একটি সুন্দর বিদ্যাপীঠ। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বিদ্যালয়টি মাথা উঁচু করে দাড়িয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান খুবই সন্তোষজনক। প্রতিবছর জেএসসি ও এসএসসি বোর্ড পরীক্ষায় একাধিক ছাত্রছাত্রীরা জিপিএ-5 অর্জনের স্বাক্ষর রেখে চলেছে। সর্বদিক বিবেচনায় বিদ্যালয়টির সার্বিক পরিবেশ চোখে পড়ার মতো।

লক্ষ্য ও উদ্দেশ্য
দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিম্নোক্তভাবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরলাম। 1. একটা দেশ তথা জাতিকে সুপ্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদেরকে চরিত্র অর্জনের পাশাপাশি আদর্শ শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে তুলতে হবে। 2. শিক্ষার্থীরা শুধু জিপিএ-5 অর্জন করলেই যথেষ্ট হবে না। একজন ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে উঠতে হবে। 3. দার্শনিক এর উক্তি ‘‘Know Thyself ‘’ (নিজেকে জানুন) এই চিন্তা চেতনা ছাত্রছাত্রীদের মানসিকতায় আনতে হবে। 4. আধুনিক সভ্যতা ও মডার্ন প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারসহ আইসিটিতে পারদর্শী করে তুলতে হবে।

আমাদের বিদ্যালয় সম্পর্কে

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, স্থান-মুড়লী, ইউনিয়ন-রামনগর, উপজেলা-যশোর সদর, জেলা-যশোর। 1974 সালে প্রতিষ্ঠিত হয়।

যোগাযোগ ঠিকানা

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, যশোর।

সর্বস্বত্ব সংরক্ষিত © 2024 দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়

ডিজাইন ও ডেভেলপমেন্টঃ Utshab Technology Limited