প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

বিদ্যালয় কোডঃ ১১৬০১২

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিম্নোক্তভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরলাম। 1. একটা দেশ তথা জাতিকে সুপ্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদেরকে চরিত্র অর্জনের পাশাপাশি আদর্শ শিক্ষা প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে তুলতে হবে। 2. শিক্ষার্থীরা শুধু জিপিএ-5 অর্জন করলেই যথেষ্ট হবে না। একজন ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে উঠতে হবে। 3. দার্শনিক এর উক্তি ‘‘Know Thyself ‘’ (নিজেকে জানুন) এই চিন্তা চেতনা ছাত্রছাত্রীদের মানসিকতায় আনতে হবে। 4. আধুনিক সভ্যতা মডার্ন প্রযুক্তির যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারসহ আইসিটিতে পারদর্শী করে তুলতে হবে।

আমাদের বিদ্যালয় সম্পর্কে

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, স্থান-মুড়লী, ইউনিয়ন-রামনগর, উপজেলা-যশোর সদর, জেলা-যশোর। 1974 সালে প্রতিষ্ঠিত হয়।

যোগাযোগ ঠিকানা

দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়, যশোর।

সর্বস্বত্ব সংরক্ষিত © 2024 দানবীর হাজী মোঃ মহসীন মাধ্যমিক বিদ্যালয়

ডিজাইন ও ডেভেলপমেন্টঃ Utshab Technology Limited